ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত রিয়ালের সভাপতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজ। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ক্লাবের নিয়মিত করোনা পরীক্ষার আওতায় ৭২ বছর বয়সী পেরেজের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। যদিও বর্তমানে তার মধ্যে কোন ধরনের উপসর্গ নেই।


২০০০ সালে প্রথমবারের মত রিয়ালের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পেরেজ। ২০০৬ সালে পদত্যাগের আগে তিনি জিনেদিন জিদান ও ডেভিড বেকহ্যামকে দলে ভিড়িয়েছিলেন। যে সময়টিকে এখনো ‘গ্যালাকটিকো’ যুগ হিসেবে বিবেচনা করা হয়।


২০০৯ সালে তিনি আবার রিয়ালে ফিরে আসেন ও কাকা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মত বড় তারকাদের দলে ভিড়িয়ে দ্বিতীয় যুগ শুরু করেন। তার দ্বিতীয় মেয়াদে রিয়াল চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। একই সাথে সান্তিয়াগো বার্নাব্যুকে নতুনভাবে সাজানোর দায়িত্ব নেন, যা গত বছর থেকে শুরু হয়েছে।

ads

Our Facebook Page